Today's Story organized "Bengal Honour Of Excellence Award" in the month of May, 2022..!!!
TODAY'S STORY......!!!
Kolkata, 14th July, 2022; TODAYS STORY ভিভান্ত হোটেলে আয়োজন করেছিল বেঙ্গল ওনার অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2022। যেখানে সম্মানিত করা হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিভিন্ন জনপ্রিয় কলাকুশলীরা। এই অনুষ্ঠানে বাংলা ইন্ডাস্ট্রির 13 জন কলাকুশলীকে সম্মানিত করা হয়েছিল। উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী রূপসা মুখার্জী এনা সাহা কনীনিকা ব্যানার্জি রুপসা অভিনেতা সৌরভ দাস ঋতব্রত মুখার্জি রনজয় বিষ্ণু ঈশান পরিচালক সৌমজিৎ আদক শিলাদিত্য মৌলিক ।এছাড়া অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছিল 30 জন ব্যক্তিত্বকে যাদের অবদান এই সমাজে অনস্বীকার্য । এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মানিত করে তাদের কাজকে সম্মান জানানো ও ভবিষ্যতে তারা যেন এভাবেই সফলতার শিখরে পৌঁছতে পারে।
Coverage; Sukanya Banerjee
Vramanpakhi, Asian publication
DOP; 14/7/2022
Comments
Post a Comment