Grand Trailer launch Of Upcoming Bengali Webseries "BHAGAR"
*বোধ আর অ-বোধের সীমাহীন দ্বন্দ্ব*
*চারপাশে তাই আজ ভাগাড়ের গন্ধ*
সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে #Bhagar এর প্রথম কয়েকটি character reveal আর final রোমহর্ষক TRAILER LAUNCH...!!!
****************************************************
*
*Kolkata, 24th August, 2022: Recently there was a grand celebration of upcoming Bengali Web series "Bhagar" trailer launch alongwith an exclusive media interaction at Klikk Studios, Kolkata on 20th August. KLIKK OTT তে আগস্ট মাসের শেষে আসতে চলেছে *SKYPAN'S COMMUNICATION* প্রযোজিত ওয়েব সিরিজ "BHAGAR".পরিচালনা* :রাজদীপ ঘোষ*কাহিনী চিত্রনাট্য সংলাপ* : অম্লান মজুমদার.
*সংক্ষিপ্ত কাহিনী*
*2018 সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা*... সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল *নোনাডাঙার - পরেশও*.... বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন... তারপর থেকেই ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার একমাত্র স্ত্রীপুস্প.... পুরুষত্বের যে বড় অভাব পরেশের মধ্যে... তাইতো পাড়ার কানা বাপির সঙ্গে স্বামীর সামনে শরীর মেলাতে কোন দ্বিধাবোধ করেনা সে... ভেতরে ক্ষতবিক্ষত পরেশ তাই একদিন আত্মহত্যার পথ বেছে নেয়... কিন্তু সে যে বড় ভীতু... ফলে মরার যাবতীয় চেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে... আর ঠিক তখনই খবরের কাগজের একটা নিউজ তার নজরে পড়ে... *এক ব্যক্তি সুপারি কিলার লাগিয়ে 50000 টাকার বিনিমেয় বেছে নিয়েছেন যন্ত্রণাহীন মৃত্যু*... এইতো মরার সোজা রাস্তা... শুরু হয় সুপারি কিলারের খোঁজ....অন্যদিকে *ইউটিউবার অনির্বাণ* তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে এক জাল বেবিফুড ফ্যাক্টরির হদিস পায়... এর মালিক ইকবাল শাহেরিয়া... তার ছবি দেখে চমকে ওঠে অনির্বাণ.. এতো *ইদ্রিস আলী*... নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় অ্যারেস্ট হওয়া কুখ্যাত সমাজবিরোধী... আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা...তার কাছেই সুপারি দিতে আসে নোনাডাঙার পরেশ....মৃত্যুর রফা হয় 50 হাজার টাকায়...মরার আগে শেষ খাওয়া খেয়ে নিতে পরেশ ঢোকে ফুটপাতের হোটেলে...সেখানেই পরেশ কে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা... কিন্তু দুর্ভাগ্য...গুলি লাগে অন্য এক ব্যক্তির গায়ে.... চোখের সামনে মৃত্যু যন্ত্রনা কত ভয়ংকর তা আজ হারে হারে টের পায় পরেশ.... না,আর মৃত্যু নয়...এবার বাঁচতে চায় পরেশ... কি হবে এবার?....তার পিছনে পড়ে গেছে সুপারি কিলারের দল...
ন্য্য্য্য্য্য্য্য্য্্য্য্য্য্য্য্..কিভাবে ঘটেছিল ভাগাড়কান্ড?...কি তার ইতিহাস?...এসব যাবতীয় অজানা কাহিনী উঠে আসবে ক্যানভাসে....এক নতুন জানালা খুলে দেবে কাহিনী প্রবাহ " *#BHAGAR* "
*KLIKK OTT* তে আগস্ট মাসের শেষে আসতে চলেছে *SKYPAN'S COMMUNICATION* প্রযোজিত ওয়েব সিরিজ " *#BHAGAR* "
*পরিচালনা* :রাজদীপ ঘোষ
*কাহিনী চিত্রনাট্য সংলাপ* : অম্লান মজুমদার
*কলাকুশলী*
*কাহিনী চিএনাট্য সংলাপ* : অম্লান মজুমদার
*অতিরিক্ত সংলাপ* : অসীম মূর্খাজী..
*প্রযোজনা* : SKYPAN'S COMMUNICATION
*সহ প্রযোজনা* : দেবাশীষ চক্রবর্তী (Chakraborty Production Int)
*চিএগ্রহন*: সুদীপ্ত মজুমদার
*শিল্প নির্দেশনা* : মৃদুল -শাশ্বতী
*সহযোগী পরিচালনা* :রোহিত দে
*মেকআপ* : রামচন্দ্র রজক
*পোশাক পরিকল্পনা* :মুনমুন- অনুস্কা
*সহকারি পরিচালক* :রুপক.বাণী.মুনমুন.রাজীব
*কার্যনির্বাহী প্রযোজক* : শান্তনু মুর্খাজী
*লাইন প্রযোজক* :সুরজিৎ সাহা
*সঙ্গীত* : প্রাঞ্জল দাস
*গনমাধ্যম প্রচার* : রানা বসু ঠাকুর
*অভিনয়*
সব্যসাচী চৌধুরী
রজতাভ দত্ত
ঐন্দ্রিলা শর্মা
অম্লান মজুমদার
বিপ্লব ব্যানার্জী
প্রীতম দাস
পূজা সরকার
শক্তি দে
মৌ ভট্টাচার্য
সুমন্ত মূখার্জী
Coverage; Sukanya Banerjee
Asian publication, Vramanpakhi
DOP; 24/8/2022
Email; bsukanya488@gmail.com
Mobile ( Watsapp); 9874833709
Comments
Post a Comment